জয়পুরহাটে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
জয়পুরহাটে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) বিকেলে পাঁচবিবির পশ্চিম বালিঘাটা টিঅ্যান্ডটি পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ শাহেদ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন: মায়ের ওড়না চুরির অপবাদে স্ত্রীকে মারধরের পর কাটলেন মাথার চুল
গ্রেফতাররা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর স্টেশন পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মো. সুজন হোসেন (৩৫) ও একই এলাকার মৃত আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (৩২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
জেএস/জেআইএম