রাঙ্গামাটি

অসহায়দের সেলাই মেশিন-মানবিক সহায়তা দিলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৬ জুলাই ২০২৩

রাঙ্গামাটিতে অসহায়-দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (২৬ জুলাই) দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন অনুদানসহ সেলাই মেশিন বিতরণ করেন।

এসময় অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য দুটি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য দুই বান ঢেউ টিন এবং চিকিৎসার জন্য ৮১ হাজার টাকা মানবিক সহায়তার দেওয়া হয়।

jagonews24

আরও পড়ুন: রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, জাতী-বর্ণ, ধর্ম নির্বিশেষে ভেদাভেদ ভুলে দেশকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের জন্য কাজ করছে।

সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।