পাটের আঁশ পেঁচিয়ে যুবককে হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৬ জুলাই ২০২৩

জয়পুরহাটে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (২৬ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর গ্রামের কাদের ব্যাপারীর ছেলে কাফি ও একই গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাদিকুল।

আরও পড়ুন: অবৈধ মজুতের শাস্তি মৃত্যুদণ্ড 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিপেন্দ্রনাথ মণ্ডল জানান, ২০০৮ সালের ১ আগস্ট রাতে জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকায় আসামিরা সবুজ আলী নামের এক যুবকের গলায় পাটের আঁশ পেঁচিয়ে হত্যা করে। পরদিন সকালে বাঁধের নিচের একটি পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় এসআই কাইয়ুম আলী বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।