স্ত্রীকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ, স্বামীর যাবজ্জীবন
হবিগঞ্জের বানিয়াচংয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুলাই) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন।
রায়ে আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আশরাফ আলী উপজেলার রতরপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণাকালে তিনি পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৫ মে আশরাফ আলী তার স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করেন। পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে আশরাফ পালিয়ে গেলে স্বজনদের সন্দেহ হয়।
এ ঘটনায় রেনুর ভাই আইয়ূব আলী বাদী হয়ে ছয়জনকে আসামি করে ওই বছরের ২৯ মে আদালতে হত্যা মামলার আবেদন করেন। বিচারক আবেদনটি গ্রহণ করে বানিয়াচং থানাকে এফআইআর করার নির্দেশ দেন।
বানিয়াচং থানার তৎকালীন এসআই সিরাজুল ইসলাম ও পরে এসআই হেলাল উদ্দিন মামলাটির তদন্ত করেন। তদন্ত শেষে আশরাফ আলীকে একমাত্র আসামি করে আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিকেলে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। রায়ে সন্তোষ প্রকাশ করে এ আইনজীবী বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। আইন সবার জন্যই সমান। এর মাধ্যমে অপরাধ প্রবণতা কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/জিকেএস