চিকিৎসক না হয়েও অপারেশন থিয়েটারে অ্যানেস্থেশিয়া দেওয়ায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৭ জুলাই ২০২৩

ঝিনাইদহ সদরের ডাকবাংলা বাজার এলাকায় ডাক বাংলা নার্সিং হোম অ্যান্ড নুরজাহান ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে রেজিস্টার্ড চিকিৎসক না হয়েও চিকিৎসা দেওয়ার অভিযোগে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করা হয়।

শফিকুল ইসলামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার পশু হাটপাড়া এলাকায়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ সঠিক চিকিৎসা সেবা না দেওয়া, অপারেশন থিয়েটারে অব্যবস্থাপনা, অ্যানেস্থেশিয়া ডাক্তার না থাকা, সার্বক্ষণিক চিকিৎসক না থাকাসহ রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল ডাক বাংলা নার্সিং হোম অ্যান্ড নুরজাহান ডায়াগনস্টিক সেন্টারে। এমন নানা অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা মেলে।

তিনি আরও জানান, সেখানে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে পাওয়া যায়, যিনি রেজিস্টার্ড চিকিৎসক না হয়েও নিয়মিত আল্ট্রাসনোগ্রাম এবং অপারেশন থিয়েটারে অ্যানেস্থেশিয়া দিয়ে থাকেন। এভাবে তারা দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি বলেন, এসব অভিযোগের ভিত্তিতে এবং ২০১৮ সালের পর লাইসেন্স নবায়ন না করায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। সেইসঙ্গে রেজিস্টার্ড চিকিৎসক না হয়েও ডিএমএফ কোর্স করে আল্ট্রাসনোগ্রাম, অ্যানেস্থেশিয়া করার অভিযোগে শফিকুল ইসলামকে বিএমডিসি আইন-২০১০ অনুযায়ী একলাখ টাকা জরিমানা করা হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।