সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতাকে রাস্তায় ফেলে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৪১ পিএম, ৩১ জুলাই ২০২৩
মারধরে রাস্তায় অচেত পড়েছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ

জনসমাবেশে যাওয়ার পথে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (৩১ জুলাই) ভোর ৫টার দিকে পৌরশহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর বিএনপির সমাবেশ স্থগিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলাইপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ হওয়ার কথা। এ লক্ষ্যে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ভোর ৫টার দিকে তার বাড়ি সদর উপজেলার ছাতনী গ্রাম থেকে মোটরসাইকেলে দলীয় কার্যালয়ে আসছিলেন। পথে একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা করে। রাস্তায় ফেলে তাকে লাঠি ও রড দিয়ে পেটানো হয়। তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ১৫-২০ কর্মীকে লাঠিসোটা হাতে দফায় দফায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায়। অন্যদিকে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের চিকিৎসা নিয়ে আমরা ব্যস্ত। আপাতত জনসমাবেশ স্থগিত করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।