মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সড়ক দুর্ঘটনায় আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৮ মার্চ ২০১৬

নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মাইজদী বেসরকারি প্রাইম হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার (গোলাম মোস্তফা) মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি ও তার ঘাড়ের পাশের হাড় ভেঙ্গে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিওরোলজি বিভাগে প্রেরণ করা হয়েছে।

গোলাম মোস্তফা ভূইঁয়ার বড় ছেলে মহসিন জাগো নিউজকে জানান, তার বাবা সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মহান স্বাধীনতা ও জতীয়  দিবস উদযাপন বিষয়ে একটি সভা করে উপজেলার সামনে রাস্তার পার হচ্ছিলেন। এ সময়  দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

এদিকে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া আহত হওয়ার খবর শুনে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ড. রহিমা খাতুন, জেলা সমাজ সেবা ও সোনাইমুড়ী আই হসিপাটালের প্রকল্প পরিচালক আবদুর রহমানসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ও সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।

উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর জাগো নিউজে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়ার ‘মুক্তিযুদ্ধকালীন ৬৬ বার ভারত-বাংলাদেশ সীমান্ত পাড়ি দেই’ শিরোনামে একটি সাক্ষাতকার প্রকাশ করা হয়। এছাড়া তিনি জাগো নিউজের নোয়াখালী জেলা প্রতিনিধি মিজানুর রহমানের মামা।

মিজানুর রহমান/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।