দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে মিললো যুবকের মরদেহ
ঝিনাইদহে দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে ইয়াছিন সরকার (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর সরকার পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইয়াছিন ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশী সোমা আক্তার বলেন, তিন বছর আগে বিদেশ থেকে দেশে এসে বাড়িতেই থাকতেন ইয়াছিন। হঠাৎ এক সপ্তাহ আগে পরিবারের লোকজনকে জানান তার চট্টগ্রাম বন্দর এলাকায় জাহাজে চাকরি হয়েছে। এ বলে চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি যাওয়ার পর তার বাবা-মা ঝিনাইদহ পৌরশহরে মেজ ছেলের বাসায় চলে যান। এরপর কখন যে ইয়াছিন বাড়ি এলেন, কীভাবে তিনি মারা গেলেন আর আমরা টের পাইনি।
স্থানীয়দের বরাত দিয়ে বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান হাজরা জাগো নিউজকে বলেন, বেশ কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না ইয়াছিন। সকালে হঠাৎ তাদের বাড়ি থেকে পচা গন্ধ বের হতে থাকে। স্থানীয়রা বাড়িতে গিয়ে ঘরের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ইয়াছিনের মরদেহ উদ্ধার করে।
এসআই আরও বলেন, জানা গেছে ইয়াসিন মাদকাসক্ত ছিলেন। তিনি নিয়মিত নেশা করতেন। হয় তো বাড়িতে কেউ না থাকার সুযোগে অতিরিক্ত নেশা করায় ঘরের দরজা খুলে বের হতে পারেননি। ফলে সেখানেই তার মৃত্যু হয় এবং মরদেহ পচে যায়।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জেআইএম