কাপ্তাই হ্রদে নৌকা ডুবে তরুণ নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৭ আগস্ট ২০২৩
ফাইল ছবি

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে সুমেন চাকমা (১৯) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) সকালে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় কাপ্তাই লেকে এ ঘটনা ঘটে।

সুমেন চাকমার খোঁজে দুপুর ১টা থেকে ডুবুবি দল কাজ শুরু করে। তবে স্রোতের কারণে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না বলে জানা গেছে।

জানা যায়, স্থানীয় দুই তরুণ নৌকা দিয়ে লেক পার হওয়ার সময় হ্রদের প্রবল ঢেউয়ে নৌকা উল্টে গেলে ঘটনাস্থলে সুমেন চাকমা ডুবে যান। তবে অপরজন তীরে উঠতে সক্ষম হন।

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন বলেন, নৌকা ডুবির ঘটনা জানার পরপরই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ শুরু হয়েছে। কিন্তু প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযানে কিছুটা বিলম্ব হচ্ছে।

সাইফুল উদ্দীন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।