লক্ষ্মীপুরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৮ আগস্ট ২০২৩

লক্ষ্মীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হনুফা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) দিনগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের ৫ উপজেলায় ৫৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে সদর হাসপাতাল ও চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুন: ফেনীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহাম্মদ কবীর বলেন, হনুফা বেগম লক্ষ্মীপুরে কোথাও চিকিৎসা নেননি। তিনি নোয়াখালীর একটি হাসপাতালে মারা গেছেন। লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে এখনো পর্যন্ত কোনো রোগী মারা যাননি। আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, এ পর্যন্ত লক্ষ্মীপুরে এক হাজার ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলা ৫৩১, কমলনগরে ২৬৪, রায়পুরে ১১১, রামগঞ্জে ৮৮ ও রামগতিতে ১৮২ জন। জেলার ৫ উপজেলায় ১৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সদর হাসপাতালে ৯৯ জন, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জন, রায়পুরে ১০, রামগঞ্জে ১৩ ও রামগতিতে ১৭ জন রোগী চিকিৎসাধীন।

কাজল কায়েস/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।