নোয়াখালী

রেললাইনে পড়লো গাছ, সাড়ে ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৮ আগস্ট ২০২৩

রেললাইনে গাছ উপড়ে পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টির সাড়ে ১৪ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ফলে মঙ্গলবার (৮ আগস্ট) ভোর ৬টার উপকূল ট্রেন দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নোয়াখালী ছেড়ে যায়। নোয়াখালী স্টেশনের মাস্টার মো. আসাদুজ্জামান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত ১১টার দিকে মাইজদী কোর্ট স্টেশনে শতবর্ষী একটি কড়ই গাছ উপড়ে বিদ্যুতের তারসহ রেললাইনের ওপর পড়ে যায়। এতে সারাদেশের সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

মাইজদী কোর্ট স্টেশনের মাস্টার মো. ফখরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার দুপুর দেড়টায় গাছ অপসারণের পর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে নোয়াখালী ছেড়ে যায়। পরে আটকা পড়া নোয়াখালী এক্সপ্রেস কুমিল্লা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে।

এদিকে ভোর ৬টার আগে উপকূল এক্সপ্রেসের যাত্রীরা স্টেশনে এলেও প্রতিবন্ধকতার কারণে তা সময়মতো ছেড়ে যেতে পারেনি। সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন ছাড়ায় শিশু-নারীসহ যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। অনেকে জরুরি প্রয়োজনে ভিন্ন পথে ঢাকার উদ্দেশ্যে নোয়াখালী ত্যাগ করেন।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।