সড়কের পাশে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা
ঝিনাইদহের কোটচাঁদপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। সড়কের দুই ধারে পৌরসভার বিভিন্ন এলাকার আবর্জনা ফেলায় তীব্র গন্ধে এ ভোগান্তি প্রতিদিন বাড়ছে।
ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর সড়কের কোটচাঁদপুর পৌর এলাকার দেখা যায়, কেউ নাকে হাত দিয়ে, কেউবা মাস্ক পরে চলাচল করছেন।
স্থানীয়রা জানান, এ সড়কের ধারে প্রায় দুই বছরের বেশি সময় ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পৌরসভার গাড়ি বাসা-বাড়ির ময়লা এনে এখানে ফেলে যায়। সড়কটির এ অংশের পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে টিকতে পারছেন না ব্যবসায়ী এবং ক্রেতারা।
রেজাউল ইসলাম নামে এক যুবক বলেন, কোটচাঁদপুর পৌরসভার মধ্যে এত খারাপ জায়গা আর কোথাও নেই। রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলার জন্য যে দুর্গন্ধের সৃষ্টি হয় তার জন্য সাধারণ মানুষের চলাচল খুব কষ্টকর হয়ে উঠেছে। অনেক সময় দেখা যায়, লোকজন এখানকার ময়লা ঠেলে পাশে পুকুরে ফেলে দেয়, এতে আরও দুর্গন্ধ তৈরি হয়।
পাশের ব্যবসায়ী মো. আজিম বলেন, আমার এখানে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন। কিন্তু আবর্জনার দুর্গন্ধে এখানে তাদের সঙ্গে বসে কথা বলতে পারি না।
এ বিষয়ে কোটচাঁদপুর পৌরসভার মেয়র মো. সহিদুজ্জামান জানান, আবর্জনা ফেলার জন্য পৌরসভার জায়গা না থাকায় সড়কের ধারেই ফেলতে হচ্ছে। গার্বেজ স্টেশন করার জন্য মন্ত্রণালয়ও প্রজেক্ট দেয় না। তাই বাধ্য হয়েই এখানে ময়লা ফেলতে হয়।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এমআরআর/জিকেএস