আধিপত্য বিস্তার নিয়ে হামলা, যুবলীগ নেতার অনুসারীসহ দুজন আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৩৮ এএম, ১২ আগস্ট ২০২৩

ফেনীতে হামলা চালিয়ে যুবলীগ নেতার অনুসারীসহ দুজনকে আহত করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে ঘটে এ ঘটনা। আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এতে করে বাজারের ব্যবসায়ীসহ জনসাধারণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ডালিমের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এনায়েত উল্লাহ মুন্না ও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন রতনের বিরোধ চলে আসছে।

এ অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে পাঁচগাছিয়া বাজারে ছাত্রলীগ নেতা রুবেলের দোকানে বসা ছিলেন ডালিমের অনুসারী হিসেবে পরিচিত হায়দার হোসেন পিংকু। এসময় ৩০-৩৫ জন যুবক এসে এলোপাতাড়ি হামলা চালিয়ে পিংকুর মাথায় আঘাত করে। তার চিৎকারে পার্শ্ববর্তী অফিস কক্ষে থাকা ডালিমসহ আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের ওপর হামলা চালায়। এতে জাবেদ উল্লাহ নামে একজন গুরুতর আহত হন। আহত পিংকু ও জাবেদকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিংকু পাঁচগাছিয়া বাজার এলাকা ও জাবেদ বিরলী এলাকার বাসিন্দা।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রাতে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর আহত পিংকু চিকিৎসা নিয়ে চলে যান।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এতে যুবলীগের দুজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিম জানান, তিনি ব্যক্তিগত কার্যালয়ে জায়গা-জমি সংক্রান্ত সালিশি বৈঠকে ছিলেন। শোরগোল শুনে বেরিয়ে এলে মিয়াজী এন্টারপ্রাইজে হামলা হচ্ছে দেখে এগিয়ে যান। স্থানীয়রা হামলাকারী একজনকে ধরে পিটুনি দেয়।

ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব বলেন, শুনেছি মিয়াজী এন্টারপ্রাইজে বিকাশে ২০ হাজার টাকা ক্যাশ আউটের সময় ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশে থাকা পিংকু বাধা দিতে চাইলে তাকে কুপিয়ে আহত করা হয়।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।