কক্সবাজার পৌরসভা

দখল ছাড়লেই ৩০ শতাংশ কর মওকুফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২০ আগস্ট ২০২৩

কক্সবাজার পৌরসভার নালা-নর্দমা, ছড়া দখলে রেখে জনভোগান্তি বাড়িয়েছে কিছু প্রভাবশালী। ফলে অল্প বৃষ্টিতেই পৌরশহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। তাই পৌরবাসীকে ভোগান্তি থেকে রক্ষায় দখল ছাড়তে যারা সহযোগিতা করবেন তাদের সম্মান জানিয়ে ২০-৩০ শতাংশ কর মওকুফের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবু।

রোববার (২০ আগস্ট) আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার প্রথম দিনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এমন ঘোষণা দিয়েছেন। দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মেলনে কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ছয় মাসের ২২টি কর্মপরিকল্পনা তুলে ধরেন মেয়র।

মেয়র বলেন, এ কথা বলার অপেক্ষা রাখে না যে, আমি একটি রাজনৈতিক দলের কর্মী। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আমি মেয়র নির্বাচিত হয়েছি। আমি এ রাজনৈতিক দলের নীতি-আদর্শের প্রতি দৃঢ়ভাবে অবিচল। তবে কক্সবাজার পৌরসভার সব কার্যক্রম, দল-মতের ঊর্ধ্বে উঠে সততা-নিষ্ঠা ও নিরপেক্ষভাবে পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ পৌরসভা হবে সব দল-মতের মানুষের। এখানে সবাই সমান সুযোগ-সুবিধা পাবে।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।