চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ৬০০ বেগুন গাছ কেটে দিল প্রতিপক্ষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আবু সাঈদ সামেয় নামে এক কৃষকের ৬০০ বেগুন গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
সোমবার (২১ আগস্ট) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আবু সাঈদ সায়েম ওই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।
কৃষক আবু সাঈদ সায়েম বলেন, তিন বছর আগে একই ইউনিয়নের হাজারবিঘী গ্রামের বাবুল আলির ২২ কাঠা জমি লিজ নিয়েছিলাম। তখন বছরে ২০ হাজার টাকা দেওয়ায় কথা ছিল। সে কাগজপত্র আমার কাছে আছে। কিন্তু দুই বছর পর জমি ফেরত নেওয়ার জন্য বলেন বাবুল আলি। কিন্তু আমি তখন জমি ফেরত দেইনি। আর তাই বাবুল, তার ছেলে ও মেয়ের জামাই আমাকে হুমকি দিতে থাকে।

আরও পড়ুন: গোপনে বাড়ির আঙিনায় গাঁজা চাষ করতেন তারা
তিনি আরও বলেন, এমনকি তারা আমার নামে থানায় অভিযোগ করে। কিন্তু এতেও তারা জমি পায়নি। এর প্রেক্ষিতে আমি আদালতে মামলাও করেছি। মামলা এখনো চলমান। এরই জেরে গতরাতে আমার ৭-৮ কাঠা জমির প্রায় ৬০০ বেগুন গাছ কেটে ফেলেছে তারা। এতে আমার প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বেগুন গাছ লাগিয়েছিলাম। এখন আমি কিভাবে ঋণ পরিশোধ করবো তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমি থানায় অভিযোগ করতে যাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে জমির মালিক বাবুল আলী বলেন, আমি জমি লিজ দিয়েছি দুই বছরের জন্য। আমি লেখাপড়া না জানায় আবু সাঈফ সায়েম পাঁচ বছরে লিখে নিয়েছে। এখন দুই বছর শেষ হয়েছে আমার জমি আমি ফেরত চাচ্ছি তবুও দিচ্ছেন না। আর গাছ তিনি নিজে কেটে আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, এ ধরনের অভিযোগ এখন আমরা হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোহান মাহমুদ/জেএস/জিকেএস