বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ি নিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের অবস্থান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৩ আগস্ট ২০২৩

বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ি নিয়ে সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বুধবার (২৩ আগস্ট) সকালে শহরের বিভিন্ন ভাগাড় থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো নিয়ে পৌরসভার মধ্যে অবস্থান নেন তারা।

পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, আমরা সামান্য বেতনের চাকরি করি। এরপরেও যদি দুইমাস বেতন বন্ধ থাকে তাহলে এই দ্রব্যমূল্যর বাজারে আমরা কিভাবে চলবো। বেতন না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুন: গ্রামপুলিশের ‘অত্যাচারে’ অতিষ্ঠ ব্যবসায়ী, বেচতে চান ভিটেমাটি

তবে এ বিষয়ে জানতে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আহসানুর রহমান রাজীব/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।