চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকার সভাপতি মামুন, সম্পাদক সবুজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৫ আগস্ট ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকার (সিজেএফডি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ঢাকায় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ভোটে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর একটি রেস্তোরাঁয় এ কমিটি গঠন করা হয়।

এর আগে সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক।

১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী এ কমিটিতে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম সহ-সভাপতি, দীপ্ত টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আহাদ হোসেন টুটুল যুগ্ম-সাধারণ সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টিভির রিপোর্টার মাহমুদুল হাসান পারভেজ সাংগঠনিক সম্পাদক, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক অর্থ সম্পাদক, দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন দপ্তর সম্পাদক এবং দেশ টিভির রিপোর্টার নুপুর মাহমুদ প্রচার-প্রকাশনা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সদস্যরা হলেন আরটিভি নিউজের সাবেক প্রধান বার্তা সম্পাদক ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক, দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র সাব-এডিটর ফেরদৌস মোবারক, ঢাকা প্রকাশের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মুহূর্ত নিউজের সম্পাদক শাহনাত হোসেন মাসুম বাবু, মাইটিভির নিউজ প্রেজেন্টার মেমোরি জাহান সিমু ও নক্শী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।