ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৬ আগস্ট ২০২৩

ঝিনাইদহে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে হরিনাকুন্ডু উপজেলার গোবরাপাড়া ও কালীগঞ্জের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মরিয়ম খাতুন (৬৫), তাসলিমা খাতুন (৩২) ও কৃষক আব্দুল হালিম (৫০)।

স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে হরিনাকুন্ডু উপজেলার ভেড়াখালী গ্রামে সাপের কামড়ে স্বামীর মৃত্যুর পর তিন বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে মায়ের কাছে চলে আসেন তাসলিমা খাতুন। তাসলিমার ছেলে আল আমিন প্রায় দেড় বছর আগে সৌদি আরবে যান কাজের সন্ধানে। সেখানেও নানা জটিলতায় জেলখানায় আছেন তিনি। সন্তান বিদেশ যাওয়ার পর থেকে মা ও মেয়ে বাড়িটিতে থাকতেন। কোনোরকম কৃষি কাজ ও কাঁথা সেলাই করে চলতো তাদের সংসার।

আরও পড়ুন: ভোলায় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেলো যুবকের

গতরাতের কোনো একসময় বাড়ির মেইন মিটারের তার ছিঁড়ে তাদের ঘরে বিদ্যুতায়িত হয়ে ছিল। শনিবার সকালে তাসলিমা ঘুম থেকে উঠে বাড়ির বাইরে কাজ সেরে ঘরে ঢুকছিলেন। সেসময় বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে মা মরিয়ম খাতুন মেয়েকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা এসে বাঁশের মাধ্যমে মিটারের তার সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

হরিনাকুন্ডু সোনাতনপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক নাজমুল হোসেন বলেন, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। মরদেহ ময়নাতদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে খোরশেদের পুকুর পাড়ে পোকা দমনে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুল হালিম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বাড়ি থেকে ফসলের ক্ষেতে যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।