সরকার আর ক্ষমতায় থাকবে না: ফারুক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৭ আগস্ট ২০২৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, সংবিধান সংশোধন করে যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে। এ সরকার আর ক্ষমতায় থাকবে না।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, ২০১৪ ও ২০১৮ সালে কী ভোট হয়েছিল? এক দিনের জন্য বিএনপির নেতাকর্মীরা বাড়িতে যেতে পারেনি। মানুষ ভোট দিতে পারেনি। তবে তাদের ভোট নাকি হয়ে গেছে। ১৮ সালে মৃত মানুষও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে।

আরও পড়ুন: খালেদার রায়ের আগে সচিবালয়ে ড্রাফট হয়েছিল : ফারুক

তিনি আরও বলেন, যারা কথায় কথায় বিদ্যুতের দাম বাড়াবে তাদের মানুষ ক্ষমতায় রাখবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী সন্ত্রাসীদের এক মুহূর্তের জন্য মানুষ ক্ষমতায় দেখতে চায় না।

সরকার আর ক্ষমতায় থাকবে না: ফারুক

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এসময় যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু ও সদস্য সচিব অ্যডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।