মাইজদীতে ছাত্রলীগের দু`গ্রুপের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২১ মার্চ ২০১৬

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীর মাইজদী পুরাতন কলেজের কাছে দু`গ্রুপের সংঘর্ষে রাজিব (২২) নামে এক ছাত্রলীগের কর্মী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় ওয়াসিম (২২) ও ইয়াছিন (২১) নামে দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

তাদের প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত রাজিব মাইজদী হাজি বাড়ির মিলনের  ছোট ছেলে।

সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মাইজদী পুরাতন কলেজ এলাকার সঙ্গে মাইজদী বাজার সংলগ্ন হাজী বাড়িও আশপাশের এলাকায় ছাত্রলীগের কর্মীদের সঙ্গে থেকে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে রাত ৮ টার দিকে তাদের মধ্যে আবার কথাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাজিব মারা যায়। এসময় আরো দুই জন গুলিবিদ্ধ হয়।

এদিকে এ ঘটনার পর পরই সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।

মিজানুর রহমান/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।