সেতুর কাজ করতে গিয়ে প্রাণ গেলো নির্মাণ শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুরে নবনির্মিত একটি সেতুর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জহুরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর সংলগ্ন বাহাদুরের খেয়াঘাটে এ ঘটনা ঘটে। জহুরুল ইসলাম উল্লাপাড়া উপজেলার সলপ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত-আট মাস ধরে জহুরুল ইসলামসহ সাত নির্মাণ শ্রমিক বাহাদুরের খেয়াঘাটে সেতুর কাজ করছিলেন। শনিবার দুপুর ১টায় জহুরুল ইসলাম পানিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে যায়। এসময় মো. আল মাহমুদ হোসেন (২৭) নামে একজন আহত হন। জহুরুল ইসলামকে উদ্ধার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুমাইয়া মনিরা জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।

মো. নাসিম উদ্দিন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।