হেরোইনসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়ায় ৪ গ্রাম হেরোইনসহ মো. বাশিরুল ইসলাম (২৮) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টম্বর) দুপুরে গাড়াবাড়িয়া হলদেপাড়া থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গাড়াবাড়িয়া হলদেপাড়া এলাকায় বাশিরুল প্রকাশ্যে হেরোইন বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে, দেহ তল্লাশি করে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) তৌহিদুল ইসলাম জানান, মাদক বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।