হেরোইনসহ মাদক কারবারি আটক
মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়ায় ৪ গ্রাম হেরোইনসহ মো. বাশিরুল ইসলাম (২৮) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টম্বর) দুপুরে গাড়াবাড়িয়া হলদেপাড়া থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গাড়াবাড়িয়া হলদেপাড়া এলাকায় বাশিরুল প্রকাশ্যে হেরোইন বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে, দেহ তল্লাশি করে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) তৌহিদুল ইসলাম জানান, মাদক বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/জেডএইচ/