ডেঙ্গু পরীক্ষায় ৯০০ টাকা বেশি নিয়ে জরিমানা দিতে হলো ৪০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

ডেঙ্গু পরীক্ষায় ৩০০ টাকার ফি ১২০০ টাকা নেওয়ায় চাঁদপুর পৌরশহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল এ অভিযান চালান। এ সময় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু পরীক্ষায় ৯০০ টাকা বেশি নিয়ে জরিমানা দিতে হলো ৪০ হাজার

এ বিষয়ে নূর হোসেন বলেন, ডেঙ্গু টেস্ট এনএস ওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩০০ টাকা। সিবিসি পরীক্ষার ফি ৪০০ টাকা কিন্তু নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের লোকজন রোগীদের কাছ থেকে টেস্টের জন্য ৭০০ থেকে ১২০০ টাকা করে নিচ্ছেন। এজন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পৌরশহরের ছায়াবাণী এলাকায় বিভিন্ন ফার্মেসি ও প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।