বিএনপি নেতা চাঁদকে কিশোরগঞ্জের মামলায় শ্যোন অ্যারেস্ট
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর করা মামলায় রাজশাহী বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে কড়া পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে এ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।
এ সময় জেলা কারাগারের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বে বিএনপির দলীয় নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতারা তাকে এক নজর দেখতে জেলা আদালত প্রাঙ্গণে ভিড় করেন।
আরও পড়ুন: হাজিরা দিতে কিশোরগঞ্জ আদালতে বিএনপি নেতা চাঁদ
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর আইনজীবী দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলা আজকে কিশোরগঞ্জ আদালতে ধার্য তারিখ ছিল। তাই তাকে আদালতে হাজির করা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদকে জেল হাজতে পাঠানো হয়েছে।
২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
এসকে রাসেল/জেএস/জেআইএম