বজ্রপাতে ধানখেতেই প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মো. আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব-কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। আজিজ গাজী উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব-কৈখালী গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জাগো নিউজকে বলেন, আজিজ গাজী দুপুরের পর নিজের ধানখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই আব্দুল আজিজ গাজী মারা যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।