চাঁদপুরে কমলো ইলিশের দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। একইসঙ্গে কিছুটা কমেছে দামও। চাঁদপুর বড়স্টেশন পাইকারি বাজারে গত সপ্তাহের চেয়ে প্রতি মণ ইলিশের দাম আকারভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত কমেছে। তবে এসব ইলিশ দক্ষিণের সাগর ও উপকূল থেকে আসা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বড়স্টেশন মাছঘাটে প্রায় ২ হাজার মণ ইলিশ সরবরাহ হয়েছে। এর আগে প্রতিদিন ৪০০-৬০০ মণ ইলিশ সরবরাহ হতো। সেপ্টেম্বর মাসে আরও প্রচুর ইলিশ ধরা পড়তে পারে বলে জানিয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। প্রতিদিন সরবরাহ বাড়লে দাম আরও কমবে।

cha

আরও পড়ুন: সাগরের ইলিশে দখল চাঁদপুর মৎস্যঘাট, নদীর স্বাদ পাচ্ছেন না ক্রেতারা

ইলিশ কিনতে আসা আরফান বলেন, আমি মাঝে মধ্যে ইলিশ কিনতে মাছঘাটে আসি। নিজের জন্যও কিনি এবং বিভিন্ন স্থানেও পাঠাই। তবে কয়েক দিনের তুলনায় ইলিশের দাম কমেছে। যে পরিমাণ সরবরাহ দাম আরেকটু কমা উচিত।

ইলিশ উদ্যোক্তা আহাদ বলেন, সাগরের ইলিশ প্রচুর আসছে। এককেজি ওজনের ইলিশের দাম ১২০০-১৩০০ টাকা। যা আগে ছিল ১৪০০-১৫০০ টাকা। এছাড়া ৫০০-৬০০ গ্রামের ইলিশের এখন দাম ৮০০-৯০০ হাজার টাকা। যা গত সপ্তাহে ছিল এক হাজার থেকে ১১০০ টাকা।

cha

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী ফয়সাল ঢালী জাগো নিউজকে বলেন, চাঁদপুর মাছঘাটে বেশিরভাগ ইলিশ হাতিয়া ও বাশখালী এলাকার। ট্রলার ও ট্রাকে করে এসব ইলিশ ঘাটে নিয়ে আসা হয়। বর্তমানে ইলিশের মধ্যে এক কেজি ওজনের প্রতি মণ ৫৬ হাজার টাকা। যা গেল সপ্তাহে ছিল ৬০-৬৫ হাজার টাকা।

আরও পড়ুন: চাঁদপুর ঘাটে আসছে মণে মণে ইলিশ, দাম নিয়ে হতাশ ক্রেতারা

cha

তিনি আরও বলেন, এছাড়া এক কেজির নিচে মাঝারি আকারের ৩৫-৩৬ হাজার টাকা মণ, যা গেল সপ্তাহে ছিল ৪০ হাজার। মঙ্গলবার ছোট আকারের ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৬ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। যা গত সপ্তাহে ছিল ২০ হাজার। মাছঘাটে আগামী অক্টোবরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগ পর্যন্ত দেশের এই বৃহৎ ইলিশের ঘাট সরগরম থাকবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।