নেত্রকোনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩

সাত বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নেত্রকোনা সদর উপজেলার হাটখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, ২০১৬ সালে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আদালত বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর থেকে বাবুল মিয়া পলাতক। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নেত্রকোনা সদর মডেল থানার একটি টিম বৃহস্পতিবার রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করে।

এইচএম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।