চাঁদপুরে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

চাঁদপুরের মেঘনা মোহনায় ট্রলারে অভিযান চালিয়ে ১৫ লাখ ১০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও উপজেলা মৎস্য বিভাগ এসব কারেন্ট জাল জব্দ করে।

চাঁদপুর সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, দুপুরে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ মেঘনা নদীর মোহনায় অভিযান চালায়। এ সময় আনুমানিক ১৫ লাখ ১০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারে কেউ কারেন্ট জালের মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: সোয়া ৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ, ৬ লাখ টাকা জরিমানা x

অভিযানে সদর উপজেলার মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি কর্মকর্তা এম শফিকুল ইসলাম ও কোস্ট গার্ডের টহল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।