ইঞ্জিন বিকল, ৩ দিন ধরে সাগরে ভাসছেন ১৭ জেলে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ‘এফবি মা’ নামের একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলে তিনদিন ধরে ভাসছেন।

বিষয়টি নিশ্চিত করে উপকূলের জেলে মহাজন গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনার পাথরঘাটার বাদুরতলা গ্রামের সালামের মালিকানাধীন ‘এফবি মা’ ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে রোববার (১০ সেপ্টেম্বর) মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে সাগরে যান। ছেড়ে যাওয়ার দুদিন পর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ভাসমান অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, ওই ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের সাগরে ভেসে থাকার বিষয়টি জানান। সাগরের বেশিরভাগ স্থানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা এ কয়দিনের মধ্যে শুধু এ কথাটুকুই তিনি জানাতে পেরেছেন। ট্রলারে থাকা ১৭ জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমান মোড়ল বলেন, আমরা তথ্য পেয়েছি। জেলেদের উদ্ধারের জন্য মোংলা কোস্ট গার্ডের সদস্যরা কাজ শুরু করেছেন।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে. মুনতাসীর ইবনে মহসিন বলেন, বিষয়টি আমরা দেখছি।

আবু হোসাইন সুমন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।