জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৩ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

মাদারীপুরে জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মৃধা (৫৫), একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দানেশ সরদার (৫০) ও একই এলাকার আজাহার সরদার (৫০) ।

আরও পড়ুন: টাকার অভাবে ৩০ বছর পর কারামুক্ত হলেন আলাউদ্দিন গাজী

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের একটি নির্জন স্থানে প্রতিদিন জুয়া খেলার আসর বসে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। শুক্রবার রাতে জুয়ার আসর থেকে ইউপি সদস্য খোকন মৃধা, সাবেক ইউপি সদস্য দানেশ সরদার ও আজাহার সরদার নামে তিনজন জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, জুয়া খেলার খবর পেয়ে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তবে এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করি।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, আটক তিন জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।