সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

রাঙ্গামাটিতে ভারী বর্ষণে মহাসড়ক ডেবে যাওয়ায় বাঘাইছড়ি-সাজেকের সঙ্গে দিঘীনালাসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৮ সেপ্টম্বর) সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হয়। এর রাত ৯ টার দিকে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের শুকনাছড়ি এলাকায় মহাসড়ক ডেবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাজেক ও বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নবাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, ‘সন্ধ্যা থেকে ভারী বর্ষণের কারণে রাত ৯ টা নাগাদ মহাসড়ক ডেবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।

সাইফুল উদ্দীন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।