দিনাজপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

দিনাজপুরে আলু-পেঁয়াজ-ডিম ও কাঁচামালের বাজারে এবং খাবার হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ সেপ্টেম্বর) দিনাজপুরের বাহাদুর বাজারের কাঁচাবাজারে আলু পেঁয়াজ ও ডিম ও কাঁচা দোকানে এই অভিযান চালানো হয়। এ সময় দাম বেশি রাখায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিন প্রতিষ্ঠান হলো- বাহাদুর বাজার ইলিয়াসের কাঁচামালের দোকানকে ১ হাজার টাকা, আলী স্টোরকে ১ হাজার টাকা ও আমীর হোসেনের খাবার হোটেলকে ২ হাজার টাকা ।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।

অভিযান শেষে সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ধারাবাহিকভাবে পৌরশহরের বাহাদুর বাজারে অভিযান চালানো হচ্ছে। ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সবাইকে সতর্ক ও সচেতন করতে প্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, কেউ কেউ পেঁয়াজ-আদা-রসুন-আলু বেশি দামে বিক্রি করছেন। সেটি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।