টেস্ট ফি বেশি নেওয়ায় ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা ২০ হাজার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

রোগীদের কাছ থেকে অতিরিক্ত টেস্ট ফি আদায়ের অভিযোগে বাগেরহাটের মোংলায় মনির ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের ‘বাগেরহাট জেটি’ এলাকায় অভিযান চালিয়ে মনির ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, সরকার নির্ধারিত টেস্ট ফি বেশি নেওয়ার অভিযোগে মনির ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। দেখা যায়, ডেঙ্গু ও রক্তের সিবিসি পরীক্ষা বাবদ ৪০০ টাকা সরকারি রেট থাকলেও নেওয়া হচ্ছে ৫০০ টাকা। এছাড়া এক্সরে ফি বাবদ ৭০০ টাকার জায়গায় ৯০০ টাকা আর প্রেগন্যান্সি টেস্টের ক্ষেত্রে ১০০ টাকার জায়গায় দেড়শ টাকা নেওয়া হচ্ছিল।

jagonews24

হাবিবুর রহমান আরও বলেন, এছাড়া রোগীদের জন্য ডাক্তারদের দেওয়া ডিসকাউন্ট না দেওয় এবং নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনির ডায়াগনস্টিক সেন্টারকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, সরকার ডেঙ্গু রোগ নিয়ে খুব হার্ডলাইনে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডেঙ্গুসহ অন্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি কার্যকর হচ্ছে কি না। এজন্য বুধবার মনির ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। বেসরকারি এ প্রতিষ্ঠানটি বিভিন্ন পরীক্ষার ফি বাবদ রোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি আদায় করে আসছিল। ফলে মনির ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আবু হোসাইন সুমন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।