১৬০০ ক্লাম চুরি, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:১৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় রেললাইনের পাতের প্রায় ১৬০০ ক্লাম চুরির ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আগে থেকে টের পাওয়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি ফরিদপুর থেকে ভাঙ্গা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মো. আলী হোসেন নামের এক ট্রেনযাত্রী বলেন, ট্রেনটি ফরিদপুর থেকে ছেড়ে আসার পরে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া-হামেরদীর মাঝামাঝি এলাকায় এসে হঠাৎ করে থেমে যায়। পরে জানতে পারি রেলপাতের ক্লাম বা ক্লিপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে ভাঙ্গা রেলওয়ের স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, রাজবাড়ী থেকে লোকাল ট্রেনটি ফরিদপুর হয়ে ভাঙ্গায় আসার পথে নওপাড়ায় রেল লাইনের পাতের প্রায় ১৬০০ ক্লিপ চুরির ঘটনা ঘটে। প্রতিদিন চেকিংয়ের অংশ হিসেবে বুধবার বিকেল ৫টার দিকে পুশ ট্রলি রেললাইন চেক করার সময় ১৬০০ প্যান্ডেল ক্লিপ খোলা দেখতে পায়। পরে বিষয়টি রাজবাড়ী রেল কর্তৃপক্ষকে জানানো হয়।

এরপর পুশ ট্রলিটি নষ্ট হওয়া রেলপথের ওপর সিগনাল দিয়ে দাঁড়িয়ে থাকে। রেলপথটি মেরামত করে রাত ৯টা ৪০ মিনিটে ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনে গিয়ে পৌঁছায়। আড়াই ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এন কে বি নয়ন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।