বিএনপির রোডমার্চে অংশ নিচ্ছে পটুয়াখালীর ৫০ হাজার নেতাকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:১২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির বিভাগীয় রোডমার্চ কর্মসূচিতে অংশ নিতে পটুয়াখালী থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। দলটির নেতাদের দাবি, এই কর্মসূচিতে পটুয়াখালী থেকে অন্তত বিএনপির ৫০ হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত পটুয়াখালী কৃষিবিমান অবতরণকেন্দ্রে জড়ো হতে শুরু করেন। সকাল ১০ থেকে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তারা বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।

এই রোড মার্চে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং কেন্দ্রীয় বিএনপি নেতা এ বি এম মোশাররফ হোসেন। এছাড়া পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত আছেন। রোডমার্চ কর্মসূচি পটুয়াখালী থেকে বরিশাল হয়ে পিরোজপুরে গিয়ে শেষ হবে।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, এই কর্মসূচিকে সফল করতে গত কয়েকদিন থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সার্বিক প্রস্তুতি শেষ করেছেন। সরকার পতনের একদফা এই আন্দোলন সফল করতে পটুয়াখালী জেলা থেকে আজকের বরিশাল বিভাগীয় রোডমার্চে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদলসহ সাধারণ মানুষও অংশ নিচ্ছে। আমরা ৫০ হাজারের অধিক মানুষ আজ এই কর্মসূচিতে অংশ নিচ্ছি।

এদিকে বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকা এবং মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান নিতে দেখা গেছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাঈনুল হাসান বলেন, বিএনপির আজকের কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি পরিকল্পনা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে যাতে এই কর্মসূচি শেষ হয় সেজন্য আমরা কাজ করছি।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।