কলহের জেরে সন্তানদের নিয়ে বেরিয়ে গেলেন স্বামী, ফাঁস নিলেন গৃহবধূ

মাদারীপুরের শিবচরে ভাড়া বাসা থেকে রিনা বেগম (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর এলাকার হাতিরবাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিনা বেগম শিবচরের পাঁচ্চর এলাকার বড় দোয়ালী শিকদারকান্দি এলাকার মোসলেম মাতুব্বরের মেয়ে। এদিকে ঘটনার পর থেকে তার স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক আছেন।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে ভিমরুলের কামড়ে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিবচরের পৌর এলাকার হাতিরবাগান মাঠ সংলগ্ন এলাকার আব্দুর রহমান হাওলাদারের বাড়িতে স্ত্রী রিনা বেগম ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন জাহাঙ্গীর মিয়া। তিনি শ্রমিকের কাজ করতেন। শনিবার রাত ১১টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে দুই ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান জাহাঙ্গীর মিয়া। রোববার সকালে স্থানীয়রা ঘরের আড়ার সঙ্গে রিনা বেগমের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে জানান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/জেআইএম