টানা বৃষ্টিতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে। ফলে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে সব শ্রেণি পেশার মানুষদের। কাজের সন্ধানে ছুটে চলা শ্রমজীবী মানুষজন পড়েছেন চরম বিপাকে।

জেলার রাজারহাট আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ মিলিমিটার। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় জেলার কোথাও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।

পৌর শহরের ভেলাকোপা গ্রামের রিকশাচালক মো. আবছার আলী বলেন, সারাদিনে মাত্র ৩০০ টাকা আয় হয়েছে। সেটি দিয়ে কিস্তি মিটাইছি। বাজার করার কোনো টাকা নাই। খুব খারাপ অবস্থা।

KUDIGRAM

আরও পড়ুন: কুড়িগ্রামে টানা বৃষ্টিতে বেড়েছে নদীর পানি, বিপর্যস্ত জনজীবন

কদমতলা গ্রামের মো. নুর ইসলাম বলেন, সকাল থেকে বৃষ্টি। টাকার চিন্তায় কিছু ভালো লাগে না। রাত পোহালে কিস্তি। ঘরে বাজার সদাই নাই। দুশ্চিন্তায় পড়ছি।

মাধবরামের কৃষক মো. আনারুল কবির বলেন, কয়েক দফা বন্যায় আমন আবাদ নষ্ট হয়ে গেছে। আবারও আমানক্ষেত রোপণ করেছি। দুদিন ধরে যে হারে বৃষ্টি শুরু হয়েছে এভাবে বৃষ্টি পড়তে থাকলে পানিতে আমনক্ষেত তলিয়ে যাবে।

KUDIGRAM

রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. সুবল চন্দ্র রায় বলেন, দুদিন ধরে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আগামী আরও দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত জেলার কোনো নদ-নদী বিপৎসীমা অতিক্রম করেনি।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।