নাটোর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সামনে নির্বাচন, তেমন নেতাই চান নাটোর আ’লীগের কর্মীরা
চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আওয়ামী লীগের নাটোর জেলার সভাপতি পদে মনোনয়ন করা হয়েছে। দল বিশ্বাস করে তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এর আগে নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। নাটোর আওয়ামী লীগের সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। গত ৩০ আগস্ট তিনি মারা গেলে সভাপতি পদটি শূন্য হয়।
রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস