কুয়াকাটায় হয়ে গেলো হাঁস ধরা প্রতিযোগিতা
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় হাঁস ধরা ও সাঁতার কাটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুয়াকাটা বয়েস ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা খাস পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পর্যটন দিবসের ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নেন স্থানীয় ও পর্যটকরা। অনুষ্ঠান উপভোগ করতে শত শত পর্যটক এবং দর্শনার্থীদের ভিড় জমে। সাঁতার কাটা প্রতিযোগিতায় হৃদয় এবং হাঁস ধরা প্রতিযোগিতা হারুন নামের দুই প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেন।

কুয়াকাটা বয়েস ক্লাবের উপদেষ্টা খান মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ, কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন প্রমুখ।
এই প্রতিযোগিতা দেখতে ছোট-বড় বিভিন্ন বয়সের দর্শনার্থীরা ভিড় করেন। রুপা নামের এক খুদের দর্শনার্থী বলে, আমরা স্কুল থেকে অনেকে দেখতে আসছি। অনেক আনন্দ লাগতেছে, অনেক মানুষ। মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হলে আমরা উপভোগ করতে পারবো।

ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম রনি জাগো নিউজকে বলেন, কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে ও তরুণ সমাজের মধ্যে একটি সুস্থ পরিবেশ ফেরাতে আমরা পর্যটকদের নিয়ে ভিন্নধর্মী এ আয়োজন করেছি। সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং পর্যটকরা আমাদের এ আয়োজন উপভোগ করেছেন। আমরা মাদকমুক্ত সমাজ উপহার দিতে চাই।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখে। তাই তাদের সব কার্যক্রমে আমরা প্রশাসনিকভাবে পাশে থাকবো।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস