কলাপড়ায় বাসে তল্লাশি চালিয়ে ৬২ কচ্ছপ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় ৬২টি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে কুয়াকাটা থেকে ছেড়ে যাওয়া ডলফিন নামের একটি পরিবহনে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে উপজেলার পাখিমারা বাজার হতে ডলফিন নামের একটি বাসে করে কচ্ছপ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ খবরের ভিত্তিতে ওই বাসে অভিযান চালানো হয়। পরে ওই বাসটি থেকে দুটি বস্তায় ৬২টি কচ্ছপ পাওয়া যায়। তবে পাচারকারী কাউকে পাওয়া যায়নি।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়ার টিম লিডার মো. রাকায়েত আহসান বলেন, মহিপুর বন বিভাগের সহযোগিতায় রাতে ডলফিন পরিবহন থেকে ৬২পিস কচ্ছপ উদ্ধার করে কোস্টগার্ড। পাচারকারীরা একটি সংঘবদ্ধ চক্র। বিভিন্ন সময় তারা বন্যপ্রাণী পাচার করে থাকেন।

আরও পড়ুন: তুরাগে বিরল প্রজাতির ৬৪০ কচ্ছপ উদ্ধার

নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম বলেন, কচ্ছপগুলো আমাদের স্টেশনে নিয়ে আসা হয়। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। এটিকে আমরা উপজেলা প্রশাসনের পরামর্শ নিয়ে নিরাপদ স্থানে অবমুক্ত করব।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি ভালো উদ্যোগ। উদ্ধার কচ্ছপগুলো অবমুক্ত করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।