জমি নিয়ে বিরোধ, টেঁটাবিদ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুড়ে মারা টেঁটাবিদ্ধ হয়ে শামীম মিয়া (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শামীম মিয়া ওই এলাকার শফিকুল ইসলাম ওরফে নায়েব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শামীমের বাবা শফিকুল ইসলামের সঙ্গে তার চাচা সাইফুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে সাইফুল ইসলাম সেই জমিতে বেগুনের চারা রোপণ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারা টেঁটাবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন শামীম মিয়া। পরে তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যান।

আরও পড়ুন: এক হাতে ভর করে চলে দিনমজুর শাহ আলীর সংসার

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে শামীম মারা গেছেন কিনা তা জানা নেই। শুনেছি তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

 

মো. নাসিম উদ্দিন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।