শ্রেণিকক্ষের সিলিং ফ্যান পড়ে দুই ছাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় সিলিং ফ্যান খুলে পড়ায় বিদ্যালয়ের দুই ছাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার মাথা ফেটে যাওয়ায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, সপ্তম শ্রেণীর সজনী সিং ও আঁখি আক্তার। তাদের মধ্যে সজনী সিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, অন্যান্য দিনের মতো শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। হঠাৎ সিলিং ফ্যান খুলে পড়ে। এতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা গ্রামের শ্রী নান্টু চন্দ্র সিংয়ের মেয়ে শ্রীমতি সজনী সিং ও ছোনকা সরকারপাড়া গ্রামের আলাউদ্দিনের মেয়ে আঁখি আক্তার আহত হন। তাদের মধ্যে সজনীর মাথা ফেটে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছোনকা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদী খুদা বলেন, কয়েকমাস আগে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করা হয়েছে। এরপরও ফ্যান খুলে পড়ে দুই ছাত্রী আহতের ঘটনাটি খুবই দুঃখজনক।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।