তিন দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৮ অক্টোবর ২০২৩

বগুড়ায় তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের নুরানি মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে চার মাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

আরও পড়ুন: বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

তিন দফা দাবি হলো- কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ‘আলেম-উলামাদের’ মুক্তি ও মামলা প্রত্যাহার।

শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় জামায়াত নেতা মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।