রমনা মেইল চালুর দাবিতে চিলমারীতে ট্রেন আটকে মানববন্ধন
কুড়িগ্রামের চিলমারীতে মেইল ট্রেন চালু ও রেলপথ মেরামতের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার (৯ অক্টোবর) সকালে রমনা রেলস্টেশনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়।
এ সময় চিলমারী কমিউটার ট্রেন এক ঘণ্টা আটকে রাখে স্থানীয়রা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেয় মানববন্ধনকারীরা।
স্থানীয়দের দাবি বর্তমানে যে কমিউটার ট্রেন চালু রয়েছে সেটি সকাল ৮টায় চিলমারী থেকে রংপুর যাওয়ার সময় কাজে লাগলেও ফিরতি পথে রাত ১২টায় চিলমারীতে পৌঁছার কারণে কোনো কাজে আসে না চিলমারী, রৌমারী ও রাজিবপুরবাসীর। ফলে ট্রেনটি ফেরার পথে প্রায় যাত্রীশূন্য থাকে।

আরও পড়ুন: চিলমারীতে ১ ঘণ্টা ট্রেন আটকে মানববন্ধন
চিলমারী-রৌমারী ও রাজিবপুরসহ কুড়িগ্রাম জেলাবাসীর একমাত্র সহজ ও নিরাপদ যানবাহন ছিল রমনা মেইল নামীয় লোকাল ট্রেনটি। এ ট্রেনটি চিলমারী থেকে পার্বতীপুর চলাচল করত। জনপ্রিয় এ ট্রেনটি ছাত্র-ছাত্রীদের কলেজ যাতায়াত, চাকরিজীবীদের অফিস যাওয়া আসা বিশেষ করে অসুস্থ যাত্রী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিভাগীয় শহর থেকে স্বল্প ব্যয়ে যাতায়াত ও মালামাল আনা নেওয়া করা ছিল অত্যন্ত উপযোগী। দিনে দুবার চলাচল করা রমনা ট্রেনটি করোনার সময় বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিন থেকে ভোগান্তিতে ভুগছে এ অঞ্চলের মানুষ। দ্রুত রেলপথ মেরামত ও বন্ধ থাকা রমনা মেইল ট্রেনটি পুনরায় চালুরে দাবি জানান এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা ইমরান সরকার, ব্যবসায়ী মমিনুল ইসলাম ও মতিয়ার রহমা প্রমুখ।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/এএসএম