স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১০ অক্টোবর ২০২৩

 

নাটোরের নলডাঙ্গায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ওসমান গনির (৫২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। ওসমান গনি উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওসমান গনির সঙ্গে অনেক বছর আগে বিয়ে হয় একই জেলার সিংড়া উপজেলার উত্তর খাজুরিয়া এলাকার মৃত আদব আলীর মেয়ে রোকেয়া বেগমের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি করে আসছিলেন ওসমান গনি। রোকেয়া বেগমের পরিবারের সদস্যরা যৌতুকের টাকা দিতে অপারগতা জানালে ২০১৩ সালের ২১ আগস্ট দিনগত রাতে রোকেয়া বেগমের গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ওসমান। এঘটনায় পরের দিন রোকেয়া বেগমের বড় ভাই ফেলু বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

আরও পড়ুন: মাদারীপুরে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, দীর্ঘ ১০ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

রেজাউল করিম রেজা/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।