সড়ক দুর্ঘটনায় বগুড়ার সিনিয়র সাংবাদিক রিপনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১১ অক্টোবর ২০২৩

সড়ক দুর্ঘটনায় আহত বগুড়া প্রেস ক্লাবের সদস্য ও একটি বেসরকারি টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ইকবাল মোর্শেদ রিপন মারা গেছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২৬ সেপ্টেম্বর (বুধবার) বগুড়ার ধনুটে পেশাগত দায়িত্ব পালন করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রিপন। প্রথমে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। রোববার ঢাকায় তার অস্ত্রোপচার হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে তিনি মারা যান।

রিপনের মরদেহ প্রথমে বগুড়া প্রেস ক্লাবে নিয়ে আসা হবে। সেখানে প্রথম জানাজা শেষে দক্ষিণ বগুড়া গোরস্থান ও ভাই পাগলা মাজারে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।

সাংবাদিক রিপনের মৃত্যুতে বগুড়া প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল আলম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ সবাই গভীর শোক প্রকাশ করেছেন।

সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপনের মৃত্যুতে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফও শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।