২৩ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

২৩ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরি এলাকায় একটি রেলসেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। পরে দিনরাতে প্রায় শতাধিক শ্রমিক দিয়ে অস্থায়ী ভিত্তিতে সেতুটি মেরামত করা হয়।

KUDGRAM-1

আরও পড়ুন: কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এর আগে টানা বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার রাত থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুর লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করা কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীদের জন্য লালমনিরহাট, তিস্তা এবং কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠা ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ।

তিস্তা পথ বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, দেবে যাওয়া রেলসেতুটি গতরাত থেকে বিরামহীন ভাবে মেরামতের কাজ করে স্বাভাবিক করা হয়েছে। শুকনো মৌসুম এলে রেলসেতুটির স্থায়ী কাজ করা হবে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।