পুকুরে সাঁতার শিখতে গিয়ে দুই শিশুর মৃত্যু
বগুড়ার সোনাতলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বালুয়াহাট ইউনিয়নের গোবারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ওই গ্রামের আতাউল হকের মেয়ে রাফিয়া সুলতানা (১৩) ও তার ভাই জিল্লুর রহমানের ছেলে মোস্তাক বিল্লাহ জিসান (৯)।
আরও পড়ুন: বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, রাফিয়ার বাবা আতাউর রহমান পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছেন। কিছুদিন আগে তারা গ্রামে চলে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য। সেখানে বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে রাফিয়াকে ভর্তি করানো হয়। রাফিয়া তার চাচাতো ভাই জিসানের কাছে সাঁতার শেখার জন্য একসঙ্গে পুকুরে নামে। জিসানও সাঁতার কম জানায় দুজন পানিতে ডুবে যায়।
এ ব্যাপারে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে। মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/জিকেএস