এমপি মুরাদ

বিএনপিকে কি পালকিতে করে গদিতে বসিয়ে দিতে হবে?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

বিএনপির সমালোচনা করে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বিএনপি-জামায়াত দেশে-বিদেশে বড় বড় লেকচার দেয়। ঢাক-ঢোল পিটিয়ে আন্দোলনের কথা বলে, সন্ত্রাস-নৈরাজ্য চালায়। কিন্তু দেশের জন্য কী অবদান আছে তাদের? তাদের কি ফিডার দিয়ে দুধ খাওয়াতে হবে? পালকিতে করে গদিতে বসিয়ে দিতে হবে?

রোববার (১৫ অক্টোবর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে মুক্তিযোদ্ধা জনতার মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মুরাদ আরও বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার বিজয় হবে। আমরা যতক্ষণ মাঠে আছি, বিএনপি-জামায়াত আমাদের দাবায়ে রাখতে পারবে না। আমরা লক্ষ জনতা লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা ভয়ে পিছু হটবো—এজন্য জন্মগ্রহণ করি নাই।’

jagonews24

দলীয় মনোনয়ন প্রসঙ্গে মুরাদ হাসান বলেন, ‘আমি শুধু আমার কথা বলার জন্য আসি নাই, আমি বঙ্গবন্ধুর কথা বলতে এসেছি, শেখ হাসিনার কথা বলতে এসেছি, নৌকার কথা বলতে এসেছি। যারা মনোনয়ন প্রত্যাশায় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা আমার ভাই। দলীয় সভাপতি শেখ হাসিনা যাকেই নৌকার মনোনয়ন দেবেন, আমরা তাকেই নির্বাচিত করবো। জীবন থাকতে নৌকার বাইরে যাবো না।’

সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানের সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর কালাচাঁন পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুজাত আলী ফকির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক লুৎফর রহমান লুলু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তাইফুল ইসলাম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম প্রমুখ।

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।