শনিবার রাতে জ্বর, সোমবার সকালে মারা গেলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৬ অক্টোবর ২০২৩

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে লিজা বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লিজা বেগম উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আজিজুর শেখের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, শনিবার (১৪ অক্টোবর) রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন লিজা বেগম। তিনি বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রোববার (১৫ অক্টোবর) দিনগত রাতে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সোমবার সকালে ডেঙ্গু পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। লিজা বেগমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

হাফিজুল নিলু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।